‘দেড় বছরেও জেলা পর্যায়ের হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ নেই কেন’
লুটপাটের ভাবধারায় অনুপ্রাণিত সরকার জনগণের জীবন বাঁচাতে এগিয়ে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাদের সঙ্গে নিয়ে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন রিজভী।
এ সময় বিএনপির এই নেতা বলেন, ‘একটা মারণ বধ্যভূমিতে পরিণত হয়েছে জেলা-উপজেলা পর্যায়। যদি সত্যিকারের সরকার থাকতো...দেড় বছর সময় পেলেন, কেন জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ হয় না? সেখানে কেন প্রয়োজনীয় ওষুধ নেই? কারণ, লুটপাটের ভাবধারায় অনুপ্রাণিত সরকার কখনোই জনগণের জীবন বাঁচাতে এগিয়ে আসবে না।’