দ্বিতীয়বারেও করোনা পজিটিভ মাহবুব তালুকদার
করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় দ্বিতীয়বারের মতো পজিটিভ হয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আক্রান্ত হওয়ার ১৪ দিনের মাথায় দ্বিতীয়বারের পরীক্ষায়ও তাঁর রিপোর্ট পজিটিভ এলো।
আজ শনিবার রাতে মাহবুব তালুকদারের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন এনটিভি অনলাইনকে এই তথ্য জানিয়েছেন।
মুহাম্মদ এনাম উদ্দীন বলেন, ‘আজকে দ্বিতীয়বারের মতো স্যারের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এবারও পজিটিভ রিপোর্ট এসেছে। তবে স্যার শারীরিকভাবে সুস্থ আছেন।’
মাহবুব তালুকদার গত ৬ এপ্রিল করোনার টিকার প্রথম ডোজ নেন। এরপর জুনের ৬ তারিখ দ্বিতীয় ডোজ নেন।
কিন্তু গত ১৯ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মাহবুব তালকুদারকে। সেই রাতে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিলো। শরীর কিছুটা সুস্থ হলে পরের দিন ২০ জুন তাঁকে কেবিনে নেওয়া হয়।
তবে শরীরে জ্বর থাকায় ২০ জুন করোনা পরীক্ষা করা হলে মাহবুব তালুকদারের করোনা ধরা পড়ে। তখন থেকেই হাসপাতালে রয়েছেন এই জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার।