‘দ্বিতীয় বিয়ের অনুমতি না পেয়ে’ স্ত্রীকে নির্যাতন, পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রাশেদুল ইসলাম নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে তাঁর স্ত্রীকে পিটিতে আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই গৃহবধূকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ ও তাঁর বাবা জানান, প্রায় ৬ বছর আগে কামারখন্দ উপজেলার নান্দিনা মধু গ্রামের রাশেদুল ইসলামের সঙ্গে ওই গৃহবধূর বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন রাশেদুল। পুলিশের চাকরির নাম করে স্ত্রীর পরিবারের কাছে ১০ লাখ টাকা নেন তিনি। এরপর আরও অর্থের জন্য স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন রাশেদুল ও তাঁর পরিবারের সদস্যেরা।
কয়েক দিন আগে রাশেদুল দ্বিতীয় বিয়ে করবেন বলে তাঁর স্ত্রীর কাছে লিখিত অনুমতি চান। এতে তাঁর স্ত্রী রাজি না হওয়ায় তাঁকে পিটিয়ে আহত করেন রাশেদুল ও তাঁর পরিবারের লোকজন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওই গৃহবধূর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এম এম সুমনুল হক বলেন, আহত অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁর মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হুদা বলেন, ‘ওই গৃহবধূকে নির্যাতনের অভিযোগ দাখিল করা হয়েছে। হাসপাতালে তাঁর কাছে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনাটি আমরা তদন্ত করছি।’