দ্বিপক্ষীয় সহযোগিতার সম্পর্ক জোরদারে সম্মত ড. মোমেন ও ব্লিনকেন
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গতকাল বুধবার রাতে তাঁদের টেলি-সংলাপে দ্বিপক্ষীয় সহযোগিতার সম্পর্ক জোরদারে সম্মত হয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইসের বক্তব্য উদ্ধৃত করে এক বিবৃতিতে বলা হয়, ‘দুই নেতা মানবাধিকারের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মত হয়েছেন।
বুধবার নেড প্রাইস বলেন, ‘পররাষ্টমন্ত্রী ব্লিনকেন উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারত্বের সম্পর্কেও বিষয়টি পুনঃনিশ্চিত করেছেন।’
গতরাতে দুই পররাষ্ট্রমন্ত্রীর কথোপকথনের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক টুইটে বলেন, বাংলাদেশের বিজয়ের ৫০তম বার্ষিকীর প্রাক্কালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন এবং পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ফোনে দীর্ঘক্ষণ কথা বলেছেন।
শাহরিয়ার আলম জানান, স্বাধীনতার ৫০ বছর উদ্যাপনের সময় তাঁরা বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে সম্মত হয়েছেন।
শাহরিয়ার আলম তাঁর টুইটে বলেন, ‘দুই পররাষ্ট্রমন্ত্রী সম্পর্ক আরও এগিয়ে নিতে তাঁদের সংকল্প নবায়ন করেছেন।’