দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি : ময়মনসিংহে বিএনপির প্রতীকী অনশন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে প্রতীকী অনশন করছে ময়মনসিংহ মহানগর বিএনপি। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া এ অনশন শেষ হবে আজ বিকেল ৩টায়।
নগরীতে আয়োজিত প্রতীকী অনশনে উপস্থিত রয়েছেন ময়মনসিংহ মহানগর বিএনপির সভাপতি অধ্যাপক একে এম শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ, কাজী রানা, শাহ শিব্বির আহমেদ ভুলু, অ্যাডভোকেট হান্নান খান, শামীম আজাদ, এ কে এম মাহবুবুল আলম, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতাহার তালুকদার রিপন, সাংগঠনিক সম্পাদক জিএস মাহবুব প্রমুখ।