দ্রুত বর্জ্য অপসারণ : ডিএনসিসির ৭ নম্বর ওয়ার্ড পাচ্ছে পুরস্কার
সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত বর্জ্য অপসারণ করতে পেরেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসির) সাত নম্বর ওয়ার্ড। এ জন্য এই ওয়ার্ডকে পুরস্কার দিতে চান মেয়র মো. আতিকুল ইসলাম। আজ সোমবার নগর ভবনে বর্জ্য অপসারণ কার্যক্রম বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, ‘এবছর পরীক্ষামূলকভাবে ডিএনসিসির তিনটি ওয়ার্ডের ৯টি নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়া হয়েছে। নির্দিষ্ট স্থানে কোরবানি হওয়ায় সর্বপ্রথম ৭নং ওয়ার্ডে দুপুরের মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। এ জন্য এই ওয়ার্ডকে আমরা পুরস্কার দিতে চাই।’ সেই সঙ্গে এ ওয়ার্ডের রাস্তা নির্মাণে ঘোষণা দেন মেয়র।
আতিকুল ইসলাম বলেন, ‘নির্দিষ্ট স্থানে কোরবানি হলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হওয়ার পাশাপাশি খুব অল্প সময়ে বর্জ্য অপসারণ করা সম্ভব হয়। এর ফলে স্বাস্থ্য ঝুঁকিও কমে আসে।’
মেয়র আরও বলেন, ‘সিটি করপোরেশন থেকে ছয়শ গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। তারা দিন রাত কাজ করেছে। এ ছাড়াও নিয়ন্ত্রণ কক্ষে কাজ করেছে। কাজ সম্পাদনে সকলের ছুটি বাতিল করা হয়।’
এসময় মেয়র আতিকুল ইসলাম গাবতলীর পশুর হাটের পাশে অত্যাধুনিক জবাইখানা করার ঘোষণা দেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে গাবতলীতে তৈরি করা হবে অত্যাধুনিক জবাইখানা।’