ধর্ষণে অভিযুক্ত ছাত্রলীগনেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মহানগর আ. লীগের সুপারিশ
বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর অভিযোগ ওঠায় বিব্রত মহানগর আওয়ামী লীগ। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটিকে সুপারিশও করা হয়েছে।
এদিকে, আজকের মধ্যে ঘরে তুলে না নিলে ধর্ষণের অভিযোগ তুলে নেওয়া দূরের কথা, আগামীকাল সংবাদ সম্মেলন করে ওই ছাত্রলীগ নেতার নানা অপকর্ম প্রকাশ করার আলটিমেটাম দিয়েছে ভুক্তভোগী তরুণী।
বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের বিরুদ্ধে থানায় প্রতারণা ও ধর্ষণের লিখিত অভিযোগ করেছেন এক তরুণী। অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে প্রেম ও শারীরিক সম্পর্ক গড়ে তোলেন জসিম। অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বরিশাল সদর হাসপাতালে গর্ভপাতও করানো হয়।
গত সোমবার রাতে ওই অভিযোগ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জসিমের সঙ্গে তরুণীর বেশ কিছু ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে পড়ে।
সম্প্রতি রোববার পারিবারিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হন জসিম। আর এর পরই প্রতারণা ও ধর্ষণের অভিযোগ এনেছেন ওই তরুণী। এমনকি আজ বুধবারের মধ্যে তাঁকে ঘরে না তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
মুঠোফোনে ওই তরুণী জানান, দীর্ঘ প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রলোভনে ধর্ষণ করা হয় তাঁকে। এরপর গর্ভপাত। তাঁকে ঘরে তুলে না নিলে জসিমের নানা অপকর্ম তুলে ধরে সংবাদ সম্মেলন করার কথা বলেন এই তরুণী।
এ ব্যাপারে মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন বলেছেন, ‘রাজনৈতিক চক্রান্তের পুনরায় শিকার আমি। যে মেয়েকে দিয়ে এই অভিযোগ করানো হয়েছে সেই মেয়ে সম্পর্কে আমার আত্মীয় হন। তাঁকেই ঢাল বানিয়ে বিয়ের পরেই আমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলা হচ্ছে। এর আগেও টপ টেন কাপড়ের শোরুম ভাঙচুর করে আমার নাম দেওয়া হয়েছিল। পরে সাংবাদিকদের অনুসন্ধানে সত্য বেরিয়ে আসে। এবারেও এমন ষড়যন্ত্রের শিকার আমি। মানসিকভাবেই আমাকে ধ্বংস করার পায়তারা করছে রাজনৈতিক প্রতিপক্ষরা।’
বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, ‘লিখিত অভিযোগ দিয়েছেন ওই তরুণী। তবে সত্যতা যাচাই চলছে। ওই তরুণীর বাসায় পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু তিনি থানায় আসতে চাচ্ছেন না।’
এদিকে, এ ঘটনায় বিব্রত বরিশাল মহানগর আওয়ামী লীগ। ভাবমূর্তি রক্ষায় আর বিশৃঙ্খলা ঠেকাতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর। তিনি বলেন, ‘জসিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।’