ধর্ষণ মামলায় পিবিআই পরিদর্শক কারাগারে
খুলনায় ধর্ষণ মামলায় পিবিআই পরিদর্শক মঞ্জুরুল অহাসান মাসুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে তাঁর করা জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোসা. দিলরুবা সুলতানা এ আদেশ দেন। এর আগে মাসুদ উচ্চ আদালত থেকে জামিন নেন। আজ বিচারিক আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অলোকা নন্দ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, গত ১৫ মে এক কলেজছাত্রীর বাবা বাদী হয়ে খুলনা থানায় পিবিআই পরিদর্শক মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে মামলা করেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ধর্ষণ ঘটনাটি খুলনা মহানগরীর ছোট মির্জাপুরে ঘটে। ওই দিন দুপুরে ভুক্তভোগীকে নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ। জব্দ করে আলামত।
এদিকে, পিবিআই পরিদর্শক মঞ্জুরুল আহসান মাসুদ ৩০ মে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি এটিকে ষড়যন্ত্র দাবি করেন।
পরের দিনই কলেজছাত্রী সংবাদ সম্মেলন করে পিবিআই মাসুদের বক্তব্য খণ্ডন করে নিজের নিরাপত্তা এবং ধর্ষণ ঘটনার বিচার দাবি করেন।