ধসে পড়েছে নড়াইলের তুলারামপুর সেতুর অংশ, বন্ধ যান চলাচল
ঢাকা-বেনাপোল হাইওয়ে সড়কের কাজলা নদীর ওপর নড়াইলের তুলারামপুর সেতুর মাঝখানের একটি অংশ ধসে পড়ছে। আজ বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ফলে এই রুটে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
নড়াইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনা জানার পরই আমি ঘটনাস্থল পরিদর্শন করি। সেতুর মাঝখানের স্ল্যাব ভেঙে গেছে। সেতুটিতে আপাতত স্টিলে পাটাতন বসিয়ে চালু করা হবে। দীর্ঘদিনের পুরোনো এই সেতুটির পাশেই ছয় লেনবিশিষ্ট একটি আধুনিক সেতুর নির্মাণ কাজ চলছে বলেও জানান তিনি।
তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক সোহরাব হোসেন জানান, ঘটনার পর থেকেই বাস, ট্রাকসহ ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ সেতুতে চলাচলকারীদের বিকল্প পথ ব্যবহারের জন্য বলা হয়েছে।