ধামরাইয়ে আওয়ামী লীগের ইফতার মাহফিলে তাণ্ডব, আহত ১৫
ঢাকার ধামরাইয়ে আওয়ামী লীগের ইফতার মাহফিলে খাবার পরিবেশনকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে নারী জনপ্রতিনিধিসহ আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদের উপস্থিতিতে মাহফিলে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন নেতাকর্মীরা।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় আমতা হরলাল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আমতা ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিলে খাবার দেওয়াকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাদানুবাদ হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় সমাবেশস্থল পরিণত হয় রণক্ষেত্রে। এ সময় হরলাল স্কুলের ভেতরে ঢুকেও চেয়ার ভাঙচুর করেন নেতাকর্মীরা।
ইফতার মাহফিলের প্রধান অতিথি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, সংসদ সদস্য বেনজীর আহমদ বলেন, ‘কারা এ ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
স্থানীয় ইউপি সদস্য বিউটি আক্তার, তার ছেলে রাব্বি, যুবলীগ নেতা সেলিম, কাইয়ুম, জব্বার, রুহুলসহ ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক রাসেল মোল্লা বলেন, ‘আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’