ধামরাইয়ে কাজে যাওয়ার পথে গাড়িচাপায় পোশাকশ্রমিক দম্পতি নিহত
ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাই উপজেলার বালিথা এলাকায় আজ বুধবার সকালে কাজে যাওয়ার পথে প্রথমে বাসের ধাক্কা ও পরে গাড়িচাপায় পোশাকশ্রমিক দম্পতি নিহত হয়েছেন।
মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো. ইসরাফিল ও তার স্ত্রী স্বপ্না বেগম ধামরাইয়ের সানোরা ইউনিয়নের শোলধন এলাকার বাসিন্দা।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, সকাল সাড়ে ৭টার দিকে ওই দম্পতি বাইসাইকেলে করে তাদের কর্মস্থল গ্রাফিক্স ডিজাইন কারখানায় যাচ্ছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় কারখানার সামনে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি বাস তাদের ধাক্কা দেয়। ওই সময় তারা দুজন সড়কে পড়ে গেলে পেছন থেকে আসা আরেকটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
এসআই শাহ আলম বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।’