ধামরাইয়ে শিক্ষার্থীদের কোভিড টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু
ঢাকা জেলার ধামরাই উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সি শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম আজ বুধবার শুরু হয়েছে।
এ পর্যায়ে উপজেলায় প্রায় ২০ হাজার শিক্ষার্থীকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর জন্য চারটি কেন্দ্র নির্ধারণ করেছে প্রশাসন।
তবে, টিকা দেওয়ার জন্য প্রতিটি কেন্দ্রে দেখা গেছে শিক্ষার্থী ও অভিভাবকদের হুড়োহুড়ি। আজ সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, কোথাও স্বাস্থ্যবিধির বালাই নেই। সর্বত্র বিশৃঙ্খলা। বেশির ভাগ লোকজনের মুখে মাস্ক নেই। প্রচণ্ড হুড়োহুড়িতে অসুস্থ হয়ে পড়ে কয়েকজন শিক্ষার্থী।