ধীরে ধীরে দুর্বল হচ্ছে মোখা
ঘূর্ণিঝড় মোখা ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছে। আজ রোববার (১৪ মে) সন্ধ্যা ৬টায় উত্তর উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করেছে এটি। ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে সিটুয়ে মিয়ানমারে স্থলভাগে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি স্থলভাগের অভ্যন্তরে আরও উত্তর উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমাগত দুর্বল হতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত মোখা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সামুদ্রিক সতর্কবার্তার সর্বশেষ বুলেটিনে (২২ নম্বর) এসব তথ্য জানানো হয়।
ওই সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়, কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে আট নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং মোংলাকে চার নম্বর হুঁশিয়ারি থেকে নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
যদিও সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।