নওগাঁয় কিশোর গ্যাং লিডার নাঈম গ্রেপ্তার
নওগাঁর বদলগাছীতে নাঈম (২১) নামে এক কিশোর গ্যাং লিডারকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। শনিবার (১২ মে) সকালে র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ভোরে উপজেলার গোবরচাপা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাঈম উপজেলার সন্ন্যাসতলা (দুর্গাপুর) এলাকার সোহেলের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার নাঈম তার সহযোগী নয়নসহ আরও ৪-৫ জনকে নিয়ে ওই এলাকায় অনেকদিন ধরে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের রাস্তায় আটকিয়ে মোবাইলফোন, টাকা-পয়সা কেড়ে নিয়ে নানাভাবে হয়রানি করে আসছে। সম্প্রতি ৮ মে এসএসসি পরিক্ষা দিতে আসা দুই পরীক্ষার্থীর টাকা-পয়সা, মোবাইলফোন কেড়ে নেওয়া ও মোটরসাইকেলের চাবি নিয়ে চাঁদা দাবি করার জের ধরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে ১০ মে আবারও তাদের আটকিয়ে টাকা ও মোবাইলফোন কেড়ে নিলে পরীক্ষার্থীদের অভিভাবকরা থানায় মামলা রুজু করে। পরে গোপন তথ্যের ভিত্তিতে গোপরচাপা এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি কিশোর গ্যাং লিডার নাঈমকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বদলগাছী থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।