নওগাঁয় আদিবাসী যুবক হত্যার অভিযোগে গ্রেপ্তার ১
নওগাঁর নিয়ামতপুর উপজেলার সোনারপাড়া গ্রামে ভারত পাহান (২১) নামের এক আদিবাসী যুবককে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে ওই গ্রামের রঘুনাত পাহানের বাড়ির পাশের মাঠ থেকে পুলিশ তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় সুবল পাহান নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত ভারত পাহান উপজলার বুধুরিয়া গ্রামের মৃত হারান পাহানের ছেলে। এ ঘটনায় নিহতের বড় বোন কুমারী চঞ্চলা বাদী হয়ে একই এলাকার সুবল পাহানকে (৩৫) আসামি করে নিয়ামতপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার ভিত্তিতে আজ মঙ্গলবার বিকেলে সুবল পাহানকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ভারত পাহান ও সুবল পাহান মদ খাওয়া অবস্থায় একসঙ্গে ভারত পাহানদের বাড়িতে আসে। এ সময় অচেনা লোক সঙ্গে নিয়ে বাড়ি আসায় ভারত পাহানকে বকা-ঝকা করে তাঁর বড় বোন কুমারী চঞ্চলা পাহান।
এতে সুবল পাহানকে এগিয়ে দিয়ে আসার কথা বলে ভারত পাহান বাড়ি থেকে বের হয়। পরে আর ফিরে আসেনি। পরদিন সোনারপাড়া গ্রাম থেকে ভারত পাহানের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিবারের দাবি, ভারত পাহানকে হত্যার কথা স্বীকার করেছেন সুবল।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘সুবল পাহান পুলিশের প্রাথমিক জিজ্ঞানাবাদে ভারত পাহানকে হত্যার কথা স্বীকার করেছেন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উভয়ে মাতাল অবস্থায় ছিলেন।’
কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।