নওগাঁয় একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে এবং বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যক্রম আরও গতিশীল করতে নওগাঁয় সারাদেশের মতো একই দিনে ড্রাইিভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টায় নওগাঁয় এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
বিআরটিএ’র মোটরযান পরিদর্শক ফয়সাল হাসান বলেন, ‘একই দিনে ড্রাইিভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে সাধারণ মানুষের দীর্ঘ দিনের ভোগান্তি লাঘব হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে এই কার্যক্রম উদ্বোধন হওয়ার ফলে সেবা গ্রহীতাদের বারবার বিআরটিএ অফিসে আসতে হবে না। সেবাগ্রহীতারা অনলাইনের মাধ্যমে আবেদন করে, ব্যাংকে ফি জমা দেবেন এবং একদিনই বিআরটিএ অফিসে আসবেন। ওই দিনই তার ড্রাইিভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ করা হবে।’
বিআরটিএ’র এই কর্মকর্তা আরও বলেন, ‘লাইসেন্স তৈরি হয়ে গেলে সেন্ট্রাল সার্ভার থেকে সেবাগ্রহীতার মোবাইলে ক্ষুদে বার্তা ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করার তারিখ জানিয়ে দেওয়া হবে। এছাড়া কেউ যদি বড়িতে বসে ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করতে চান, তা-ও সম্ভব হবে।’
নওগাঁ বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) হারুন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) মোটরযান পরিদর্শক ফয়সাল হাসান, ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) বিকর্ন কুমার চৌধুরী, ডা. আশিষ কুমার সরকারসহ জেলা প্রশাসন, পুলিশ বাহিনী ও বিআরটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে নওগাঁয় পেশাদার ও অপেশাদার মিলিয়ে মোট ২২৫ জন সেবাগ্রহীতার ড্রাইিভিং লাইসেন্স পরীক্ষা এবং বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়।