নওগাঁয় করোনায় আরও দুজনের মৃত্যু, শনাক্ত ৪৮ জনের
নওগাঁয় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে আত্রাই উপজেলার একজন ও বদলগাছী উপজেলার একজন রয়েছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা অর্ধশত ছাড়াল।
নওগাঁর সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ ও ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর মোরশেদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২১৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৩৩ শতাংশ। জেলায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৮৫৭ জনে।
নতুন করে করোনা শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সদর উপজেলার পাঁচজন, রানীনগর উপজেলার পাঁচজন, মহাদেবপুর উপজেলার চারজন, মান্দা উপজেলার পাঁচজন, বদলগাছী উপজেলার তিনজন, পত্নীতলা উপজেলার চারজন, নিয়ামতপুর উপজেলার ৯ জন, সাপাহার উপজেলার ১০ জন ও পোরশা উপজেলার তিনজন রয়েছে।
ডা. মনজুর আরও জানান, এই ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছে ৩৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে মোট দুই হাজার ১৮১ জন। সে হিসেবে বর্তমানে জেলায় কোভিড রোগী রয়েছে ৬৭৬ জন। তাদের মধ্যে ৪৭ জন জেলা সদরের হাসপাতালসহ জেলার অন্য ১০টি হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলছেন।
এদিকে, জেলায় নতুন করে ২৬৪ জনকে হোম কোয়ারেন্টিন ও প্রাতিষ্ঠনিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এ ছাড়া নতুন করে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ৩৯ জনকে। এখন পর্যন্ত মোট ২৩ হাজার ৯১৯ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে মোট ২১ হাজার ৮৮৪ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছে দুই হাজার ৩৫ জন।