নওগাঁয় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নওগাঁর পোরশা উপজেলায় দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে শাহাদত হোসেন (১৭) ও সোহাগ হোসেন (২২) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। উপজেলার সরাইগাছি মোড়ে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে৷
নিহত শাহাদত হোসেন সাপাহার উপজেলার কৈকুড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং সোহাগ হোসেন একই উপজেলার রামরায়পুর গ্রামের মামলত আলীর ছেলে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান জানান, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই আরোহী পোরশা উপজেলার সরাইগাছি মোড় পার হচ্ছিল। এ সময় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। পরে লাশদুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। আজ শনিবার সকালে লাশদুটি ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় পোরশা থানায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।