নওগাঁয় ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষে একজন নিহত
নওগাঁর পত্মীতলা উপজেলার সন্তোষপাড়া মোড় এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশা ও ইটবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় রিপন মার্ডি শুটকু (২৫) নামের ট্রাক্টরের হেলপার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন মার্ডি শুটকু পত্মীতলা উপজেলার দিবর ইউনিয়নের বাকরইল মাহালীপাড়া গ্রামের লালচান্দ মার্ডির ছেলে।
আহতরা হলেন চকমহেষ এলাকার আজিবর রহমানের ছেলে অটোরিকশা চালক আজগর আলী (৪৫) ও অটোযাত্রী মধইল এলাকার জেসমিন (৩০)।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আলম শাহ জানান, জেলার সাপাহার থেকে নজিপুরগামী যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে মধইলগামী ইটবাহী ট্রাক্টরের সন্তোষপাড়া মোড় এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যানবাহনই রাস্তার পাশের খাদে পড়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা করে ট্রাক্টরের নিচে চাপাপড়া অটোরিকশাটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাক্টরের হেলপার রিপনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আহত অটোরিকশা চালক আজগর আলী (৪৫) ও অটোযাত্রী জেসমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে সেখানে তাদের অবস্থার অবনিত হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পত্নীতলা থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান ওসি।