নওগাঁয় ঢিলেঢালা লকডাউন, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০
নওগাঁয় চলমান বিশেষ লকডাউনের আজ চতুর্থ দিন। আজ রোববার সাধারণ মানুষের মধ্যে বিধিনিষেধ মানায় দেখা গেছে শিথিলতা।
নওগাঁ পৌর এলাকা ও নিয়ামতপুর উপজেলায় সাধারণ মানুষের অবাধ বিচরণ বৃদ্ধি পেয়েছে। দোকানপাট বন্ধ থাকলেও পুলিশের প্রহরা এড়িয়ে বিভিন্ন সড়কে ছোট ছোট যানবাহন বিশেষ করে রিকশা, ভটভটি, বেবিট্যাক্সি, অটোচার্জার, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। এসব সড়কে বিপুল সংখ্যক সাধারণ মানুষকে হেঁটে চলাচল করতেও দেখা গেছে। তবে প্রধান প্রধান সড়ক এবং গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশের তদারকি অব্যাহত রয়েছে।
নওগাঁ পৌরসভা এলাকায় পুলিশ বিভাগের পক্ষ থেকে ২৩টি ও নিয়ামতপুর উপজেলায় ১৮টি চেকপোস্ট বসানো হয়েছে।
এ ছাড়া, জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছেন। তারপরও মানুষকে ঘরে রাখা যাচ্ছে না।
এদিকে, জেলায় গত ২৪ ঘণ্টায় ১৭৯ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নিয়ামতপুর উপজেলায় ছয়জন, ধামইরহাট ও সাপাহার উপজেলায় তিনজন করে, সদর, রানীনগর ও মান্দা উপজেলায় দুজন করে এবং বদলগাছি ও পত্মীতলা উপজেলায় একজন করে। শনাক্তের হার ১১ দশমিক ১৭ শতাংশ। এ পর্যন্ত জেলার মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৩৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছে একজন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে দুই হাজার ৩৫৩ জন। বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি রয়েছে ৩২ জন।