নওগাঁয় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই আম ব্যবসায়ীর
নওগাঁর মান্দা উপজেলার সতিহাট এলাকায় সিমেন্টবাহী ট্রাক ও আমবাহী মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ১০টার দিকে মান্দা উপজেলার সতিহাট এলাকায় পল্লীবিদ্যুতের সাবস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজশাহী জেলার বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের খলিল প্রামাণিক (৪০) এবং কুষ্টিয়া জেলার বাসিন্দা শরিফুল ইসলাম (৩৫)। তাঁরা দুজনে আমের ব্যবসা করতেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, আজ সকালের দিকে মান্দা উপজেলার ফেরির ঘাট থেকে একটি ট্রাকে করে সিমেন্ট নিয়ে নওগাঁ শহরের দিকে যাচ্ছিল। অপরদিকে, নওগাঁর সাপাহার থেকে পিকআপে আম নিয়ে কুষ্টিয়ায় যাওয়ার উদ্দেশ্যে রাজশাহীর দিকে যাচ্ছিলেন ওই দুই ব্যবসায়ী। তারা সতীরহাট বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় আমবাহী পিকআপের ভেতরে থাকা দুই ব্যবসায়ীর মৃত্যু হয়। বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
ঘটনার পর পরই দুই ট্রাকের চালক ও চালকের সহযোগীরা পালিয়ে যান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।