নওগাঁয় দৈনিক ৩০০ মানুষকে ইফতার করাচ্ছেন যুবলীগ নেতা
রমজান ও লকডাউনে কর্মহীন হয়ে পড়া রিকশাচালক, পথচারী ও অসহায় মানুষের মধ্যে নিজ উদ্যোগে ইফতার বিতরণ করেছেন নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়।
গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে নওগাঁ শহরের তাজের মোড়ে প্রধান সড়কে সামাজিক দূরত্ব বজায় রেখে ৩০০ রোজাদারের মধ্যে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেন যুবলীগনেতা বিমান কুমার রায়।
সামাজিক দূরত্ব মেনে রমজান মাসব্যাপী প্রতিদিন ইফতার বিতরণ করা হবে বলে জানান ওই যুবলীগনেতা।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বলেন, ‘মহামারি করোনার ধাক্কা সামলে উঠতে পারছেন না শ্রমজীবী ও অসহায় মানুষগুলো। এমন পরিস্থিতিতে চলমান লকডাউনে দিনমজুররা খুব অসহায় হয়ে পড়েছে। যাদের একদিন কাজ না করলে চুলায় আগুন জ্বলে না, তাঁরা অনেকেই কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। তাই রোজার শুরু থেকেই ইফতারসামগ্রী মানুষের মধ্যে বিতরণ শুরু করেছি। গতকাল শুক্রবার থেকে বিরিয়ানি ও তারসঙ্গে ছোলা, খেজুর, বুন্দিয়া, শরবতসহ কয়েক ধরনের ইফতার দেওয়ার চেষ্টা করছি।’
বিমান কুমার আরও বলেন, ‘আমি রাজনীতি করার পাশাপাশি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সেখান যা আয় হয় তার কিছু লভ্যাংশ থেকে এমন উদ্যোগ নিয়েছি। আমি একজন সনাতন ধর্মের মানুষ হলেও একজন নাগরিক ও মানুষ হিসেবে সব ধর্মকে শ্রদ্ধা করি। পাশাপাশি সবার সঙ্গে মিলেমিশে থাকাটাই আমার পরম শান্তি। আমি চেষ্টা করছি, প্রতিদিন কমপক্ষে ৩০০ জন অসহায় মানুষকে ইফতার করাতে।’