নওগাঁয় ফেনসিডিল-গাঁজাসহ তিনজন আটক
নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবি ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ তিন চোরাকারবারীকে আটক করেছে।
আটককৃতরা হলেন পত্নীতলা উপজেলার নজিপুর মাদ্রাসাপাড়ার দেলোয়ার (৩০), ওই গ্রামের মিজানুর রহমান (৩৫) ও ধামইরহাট উপজেলার অমরপুর হটাৎপাড়া গ্রামের শাকিল হোসেন (২৫)।
১৪ বিজিবি পত্মীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম নাদিম আরেফিন সুমন জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকচণ্ডী বিওপির কমান্ডার সুবেদার মো. ফারুক আহমেদের নেতৃত্বে বিজিবি সদস্যরা চকমহেশ চল্লিশ পীর গোরস্থান রাস্তায় অভিযান চালায়। এ সময় ১০০ বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেলসহ মাদক চোরাকারবারী দেলোয়ার হোসেন (৪৫) আটক করা হয়।
একই দিন রাত ১১টার দিকে উপজেলার কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার শ্রী গোপাল চন্দ্রের নেতৃত্বে বিজিবি সদস্যরা কালুপাড়া মাঠে অভিযান চালায়। এ সময় ৪৮ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজাসহ মিজানুর রহমানকে আটক করা হয়।
এদিকে, আজ বুধবার দুপুরে ধামইরহাট থানার উপপরিদর্শক (এসআই) গৌরাঙ্গ মোহন রায়, এসআই মানিক মিয়া, এসআই মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মালাহার মাদ্রাসা রাস্তায় একটি যাত্রীবিহীন ভ্যানে তল্লাশি চালায়। ভ্যানের সিটের নিচ থেকে বস্তায় মোড়ানো ৫৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভ্যানচালক শাকিল হোসেনকে আটক করা হয়।
ধামইরহাট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল মমিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে পৃথকভাবে বিজিবি ও পুলিশ বাদী হয়ে থানায় মাদক আইনে মামলা করেছে।