নওগাঁয় বন্দুক মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা বৃদ্ধের
নওগাঁর পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নে নিজের লাইসেন্স করা বন্দুক মাথায় ঠেকিয়ে গুলি করে ইয়াকুব আলী (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। আজ বুধবার সকালের কোনো একসময় সবার অজান্তে বাড়ির ছাদে গিয়ে নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করেন তিনি।
ইয়াকুব আলী উপজেলার আকবরপুর ইউনিয়নের চেরাডাঙ্গা গ্রামের বাসিন্দা। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, উপজেলার চেরাডাঙ্গা গ্রামে পরিবার ও স্বজনদের নিয়ে বসবাস করতেন ইয়াকুব আলী। নিজের ও পরিবারের নিরাপত্তায় লাইসেন্স করা একনলা একটি বন্দুক ছিল তার। আজ সকালে কোনো এক সময়ে সকলের অজান্তে বাড়ির ছাদে বন্দুক নিয়ে গিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করেন তিনি। তাঁর স্ত্রী মর্জিনা খাতুন গুলির শব্দ শুনতে পেয়ে ছাদে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের পক্ষ থেকে পত্নীতলা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে এবং বন্দুকটি জব্দ করে।
ওসি বলেন, কী কারণে ইয়াকুব আলী নিজের বন্দুক দিয়ে আত্মহত্যা করেছেন সে সম্পর্কে কিছু জানা যায়নি। তার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য দুপুরে নওগাঁ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই আত্মহত্যার ঘটনায় পত্নীতলা থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।