নওগাঁয় বাইসাইকেলকে ট্রাকের ধাক্কা, নিহত ১
নওগাঁর রাণীনগর উপজেলায় ট্রাকের ধাক্কায় আজাহার আলী (৫৫) নামের এক বাইসাইকেলের আরোহী নিহত হয়েছেন। উপজেলার রাণীনগর-আত্রাই সড়কে নগর ব্রিজের পূর্বদিকে একটি ইটভাটার সামনে গতকাল সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে আজাহার আলীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর।
নিহত আজাহার রাণীনগরের চকাদিন আলোপাড়া গ্রামের আবদুল শাহার ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, গতকাল সোমবার দুপুরে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন আজাহার। এ সময় রাণীনগর-আত্রাই সড়কে নগর ব্রিজের পূর্ব দিকে একটি ইটভাটার সামনে পৌঁছালে সিমেন্টবোঝাই ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত হন আজাহার। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাঁকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থায় অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় মৃত্যু হয় আজাহারের।
এ ঘটনায় ট্রাকের চালক ও তাঁর সহযোগী পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি শাহিন।