নওগাঁয় বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় হারুনুর রশিদ (৫০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার (২১ জানুয়ারি) বিকেলে মহাদেবপুর উপজেলার মুকরইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইকেল আরোহী হারুনুর রশিদ মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মহিনগর এলাকার মৃত হানিফ উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ‘নিহত সাইকেল আরোহী স্থানীয় বাজার থেকে বাইসাইকেলে নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় মহাদেবপুর থেকে পত্নীতলাগামী একটি বাস সাইকেলআরোহীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সাইকেল আরোহী হারুনুর রশিদ নিহত হন।’
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মহাদেবপুর থানার হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। কারও অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে দাফনের জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’