নওগাঁয় মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড
নওগাঁর রাণীনগর উপজেলায় মায়ের অভিযোগে মাদকসেবী ছেলে তানজিন হোসেনকে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত তানজিন হোসেন (৩৫) আত্রাই উপজেলার বিহারীপুর গ্রামের বাসিন্দা।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, দীর্ঘদিন ধরে মাদক সেবন করেন এবং টাকা-পয়সার জন্য বাবা-মায়ের ওপর অত্যাচার করে আসছিলেন অভিযুক্ত তানজিন। ছেলের অত্যাচার সইতে না পেরে গতকাল শুক্রবার সকালে তার মা তহমিনা খাতুন বাড়ি থেকে পালিয়ে বাবার বাড়ি রাণীনগর উপজেলার রাতোয়াল গ্রামে চলে আসেন। এদিন তানজিন হোসেন তার নানার বাড়িতে এসে নেশার টাকার জন্য মায়ের ওপর অত্যাচার করছেন- এমন অভিযোগ তানজিনের মা তহমিনা খাতুন গতকাল সন্ধ্যায় রাণীনগর থানা পুলিশকে জানায়। মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদকসেবী ছেলে তানজিন হোসেনকে আটক করে থানা পুলিশ। রাতেই মাদকসেবী তানজিনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁকে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ আরও জানান, মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদকসেবী ছেলে তানজিন হোসেনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁকে সাজা দেন বিচারক। গতকাল রাতেই তানজিনকে জেলহাজতে পাঠানো হয়েছে।