নওগাঁয় লকডাউনের পঞ্চম দিনে বিধিনিষেধ মানায় অনীহা
নওগাঁয় বিশেষ চলমান লকডাউনের পঞ্চম দিনে সাধারণ মানুষের মধ্যে বিধিনিষেধ মানার ক্ষেত্রে শিথিলতা পরিলক্ষিত হয়েছে। আজ সোমবার নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় সাধারণ মানুষকে অবাধে চলাচল করতে দেখা গেছে।
লকডাউন চলা এলাকায় দোকানপাট বন্ধ থাকলেও পুলিশের দৃষ্টি এড়িয়ে বিভিন্ন সড়কে ছোট ছোট যানবাহন বিশেষ করে রিকশা, ভটভটি, বেবিট্যাক্সি, অটোচার্জার, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। বিভিন্ন সড়কে বিপুল সাধারণ মানুষকে হেঁটে চলাচল করতেও দেখা গেছে। তবে প্রধান প্রধান সড়ক এবং এসবের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের টহল অব্যাহত রয়েছে।
নওগাঁ পৌরসভা এলাকায় পুলিশ বিভাগের পক্ষ থেকে ২৩টি ও নিয়ামতপুর উপজেলায় ১৮টি চেকপোস্ট বসানো হয়েছে। এ ছাড়া, জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছেন। তার পরও মানুষকে ঘরে রাখা যাচ্ছে না।
নওগাঁর সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ জানান, নওগাঁ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৯ ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৫০৪ জনে। গত ২৪ ঘণ্টায় নওগাঁর ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক হাজার ১১০ ব্যক্তির র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৮৪ জন এবং পিসিআর ল্যাবে ৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনা শনাক্তের হার ৯ দশমিক ৯৭ শতাংশ।