নওগাঁয় শেখ রাসেল শিশু-কিশোর পরিষদে হামলা, আগুন
নওগাঁর ধামইরহাটে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের আক্রমণে দুই জন আহত হয়েছেন। গতকাল বৃস্পতিবার সন্ধ্যার পর উপজেলার টিএন্ডটি মোড়ের শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মালাহার রোড থেকে সরকার বিরোধী শ্লোগান দিয়ে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল শেখ রাসেল পরিষদে প্রবেশ করে চেয়ার-টেবিল ভাংচুর করে ও ঘরের ভেতর আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘরে থাকা খেলনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন কুমার ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাবেক সভাপতি ও পৌর শ্রমিকলীগের সহ-সভাপতি রশিদুল ইসলামকে মারপিট করে। এ সময় ঘটনাস্থলে একটি বিকট আওয়াজে ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে।
যুবলীগ নেতা ইনজামামুন হক সরকার শিমুল বলেন, ‘রাতে বিশ্বকাপের ব্রাজিল দলের খেলা থাকায় আমরা সকল ব্রাজিল সমর্থক নৈশ্যভোজের আয়োজনে ব্যস্ত থাকায় এই হামলা চালিয়েছে জামায়াত-বিএনপির পেটোয়া বাহিনী। আমরা এমন হামলার তীব্র প্রতিবাদ জানাই, অচিরেই এই ন্যাক্কারজনক হামলার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।’
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ‘ঘটনাস্থলে অগ্নিসংযোগ ও হামলার সত্যতা পাওয়া গেছে, তবে ককটেল কিনা তা খতিয়ে দেখতে হবে, হামলাকারীদের কাউকেই ছাড় দেয়া হবে না।’