নওগাঁয় ২৪ ঘণ্টায় করোনা-উপসর্গে চারজনের মৃত্যু
নওগাঁয় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে মান্দা উপজেলায় দুইজন, মহাদেবপুরে একজন ও পত্নীতলায় একজন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯৪ জনে।
নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর এ মোরশেদ জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ৩৮ জন। এ সময়ের ২৮৪টি নমুনা পরীক্ষা করে এই ৩৮ ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৩৪ শতাংশ।
উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো নওগাঁ সদর ও রানীনগর উপজেলায় সাতজন, আত্রাই, মহাদেবপুর ও বদলগাছিতে দুইজন, মান্দায় ১০ জন এবং নিয়ামতপুর, সাপাহার ও পোরশা উপজেলায় একজন করে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা হলো চার হাজার ৯৫৫ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১২২ জন এবং এ পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন তিন হাজার ৮১৩ জন। জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ১৪২। আক্রান্তদের মধ্যে ৫৯ জন জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং বাঁকিরা স্ব-স্ব বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ করছেন।
জেলায় নতুন করে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে ২৬১ জনকে। এ পর্যন্ত মোট কোয়ারেন্টিনে নেওয়া হয় ২৯ হাজার ৮১৭ জনকে। এ সময় নতুন করে ছাড়পত্র দেওয়া হয়েছে ২৬৭ জনকে এবং এ পর্যন্ত মোট ছাড়পত্র দেওয়া হয়েছে ২৫ হাজার ৯২০ জনকে। বর্তমানে প্রাতিষ্ঠানিক ৭২ জনসহ মোট কোয়ারেন্টিনে রয়েছে তিন হাজার ৮৯৭ জন।