নওগাঁয় ৩ জনের মরদেহ উদ্ধার
নওগাঁর মান্দা উপজেলায় তেঁতুলিয়া ইউনিয়নের শালদহ গ্রাম থেকে সুজিত কুমার হাওলাদার (২২), উপজেলার ফেরিঘাট ট্রাক্টর স্ট্যান্ড থেকে আনোয়ার হোসেন (৪০) এবং মহাদেবপুর উপজেলার বাগাচড়া গ্রামের একটি ডোবা থেকে সাজ্জাদ হোসেন (২৫) নামে এক বাকপ্রতিবন্ধীসহ তিন জনের মরদেহ উদ্ধার করেছে মান্দা ও মহাদেবপুর থানা পুলিশ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী জানান, গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে সুজিত কুমার হাওলাদারের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শালদহ গ্রামের গজেন্দ্রনাথ হাওলাদারের ছেলে। তিনি গরুচোর চক্রের সক্রিয় এক সদস্য।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, গতকাল দিবাগত রাত ১২টার দিকে একটি পিকআপে করে অজ্ঞাত ৩-৪ জন ব্যক্তি সুজিত কুমার হালদারকে জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এমন সংবাদে তারা কৌশলে পিকআপ নিয়ে হাসপাতাল চত্বর থেকে সটকে পড়ে। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল বলেন, ‘নিহত সুজিত কুমার হাওলাদার গরু চুরি কাজের সঙ্গে জড়িত এটা এলাকার সবাই জানে। তবে কীভাবে তিনি মারা গেলেন বা হাসপাতালে কারা তাঁকে নিয়ে গেলেন এ বিষয়ে কিছুই জানি না।
মান্দা থানার ওসি বলেন, কী কারণে তাঁর মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। নিহত সুজিত হাওলাদারের বিরুদ্ধে থানায় একটি চুরির মামলা আছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে মান্দায় বালুবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ফেরিঘাট ট্রাক্টর স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন নওগাঁ সদর উপজেলার হাজির আমবাগান এলাকার বাসিন্দা। তিনি পেশায় ট্রাক্টরের চালক।
জানা গেছে, নিহত আনোয়ার হোসেন বানডুবি এলাকা থেকে ট্রাক্টরে বালু ভর্তি করে নিয়ামতপুর উপজেলার কালামারা এলাকায় যাচ্ছিলেন। পথে ফেরিঘাট ট্রাক্টর স্ট্যান্ড এলাকায় রাস্তার ধারে ট্রাক্টরটি চালু অবস্থায় রেখে রাস্তার নিচে যান। ট্রাক্টরটি সঠিক ভাবে না রাখায় সেটি গড়িয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ওসি নূর এ আলম সিদ্দিকী বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত আনোয়ারের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, মহাদেবপুরের বাগাচারা মাদ্রাসা এলাকা থেকে সাজ্জাদ হোসেন (২৫) নামের এক বাকপ্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদও হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত সাজ্জাদ হোসেন উপজেলার বাগাচারা গ্রামের সালেক মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগাচারা মোড়ে গতকাল রাত ১০টা পর্যন্ত ক্যারমবোর্ড খেলছিলেন সাজ্জাদ হোসেন। ক্যারমবোর্ড খেলে সেখান থেকে বাড়ির দিকে যান। এরপর আর রাতে বাড়ি ফেরেননি। আজ উপজেলার বাগাচারা মাদ্রাসা সংলগ্ন রাস্তার পাশের একটি ডোবায় মরদেহটি পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। তাৎক্ষণিক তারা নওহাটা ফাঁড়ির পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহেনর পরিচয় শনাক্ত করে উদ্ধার করে।
এর সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন এলে জানা যাবে। এ বিষয়ে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।