নওগাঁয় ৪০ কেজি গাঁজাসহ আটক ৩
নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মহাদেবপুর উপজেলার নাওহাটা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ফাতেয়াবাদ গ্রামের রাসেল মিয়া (২৫), জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বালিঘাটা বাজার এলাকার ট্রাকচালক আক্তার হোসেন (৩৮) এবং একই এলাকার ট্রাকের হেলপার নাজিম শেখ (২০)।
র্যাব-৫ আজ শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি একটি ধান বোঝায় বহনকারী ট্রাকে করে গাঁজা নিয়ে যাওয়া হবে। এমন সংবাদের ভিত্তিতে মহাদেবপুর উপজেলার নওহাটা এলাকায় অভিযান চালিয়ে একটি ধানবোঝাই ট্রাকের ধানের বস্তার ভেতর থেকে ৪০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
এছাড়া এ সময় ৪৫ বস্তা ধান, গাড়ির কাগজপত্রসহ বহনকারী একটি বড় ট্রাক, ১১ টাকা, চারটি মোবাইল সেট জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।