নরসিংদীতে কাভার্ডভ্যান-লেগুনার সংঘর্ষে নিহত বেড়ে ছয়
নরসিংদীতে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও সাতজন।
আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক সড়কের ভাটপাড়ার চাকশাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাঁচদোনা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ মিয়া।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন গাজীপুরের কালীগঞ্জ থানার দক্ষিণসোম এলাকার মোজাফফর হোসেনের ছেলে চান মিয়া (৫৫), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারের সাইফুল ইসলামের স্ত্রী ঝর্ণা বেগম (৩০) ও তাদের ছেলে আল আমিন (১০), লেগুনার চালক নেত্রকোনার পূর্বধলা উপজেলার নোয়াগাঁও এলাকার আব্দুল হান্নানের ছেলে আমান মিয়া (২৩)।
বাকি দুজন অজ্ঞাত পুরুষ (৫০) ও (৪৫)। আহতদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় নরসিংদীর বেলাব উপজেলার বটেশ্বর গ্রামের হাফিজুল্লাহ পাঠানকে (৪৫) ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লেগুনাটি ১২-১৩ জন যাত্রী নিয়ে ঘোড়াশাল থেকে পাঁচদোনার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঘোড়াশালগামী কাভার্ডভ্যানের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার চালকসহ দুজন নিহত হয়। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। এক ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকার পর পুলিশ উদ্ধারকাজ শেষ করে যান চলাচল স্বাভাবিক করে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর জানান, কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। বিস্তারিত তথ্য ও নিহত সবার পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।