নরসিংদীতে ডাকাতের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন
নরসিংদীতে ডাকাতিতে বাধা দেওয়ায় এক ইন্টারনেট ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে খুন করেছে ডাকাতরা।
গতকাল বৃহস্পতিবার ভোররাতে নরসিংদী পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে। নিহত ব্যবসায়ী সাজ্জাদ হোসেন আরিফ (৩৬) পৗর শহরের নাগরিয়াকান্দি এলাকার মোবারক হায়াতের ছেলে। তিনি ইন্টারনেট ব্যবসায়ী।
নিহত ব্যবসায়ীর স্বজনরা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ৮-১০ জনের একটি মুখোশধারী ডাকাতদল নিহত ব্যবসায়ী আরিফদের দোতলা বাড়ির পেছনের দিক থেকে জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। পরে ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। ডাকাতদল বাড়ির আলমারি ভেঙে পাঁচ ভরি স্বর্ণালংকার ও এক লাখ ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় আরিফ বাধা দিতে এগিয়ে গেলে ডাকাতরা তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে। এতে আরিফ মেঝেতে লুটিয়ে পড়েন। পরে তারা চিৎকার শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতদল পালিয়ে যাওয়ার পর গুরুত্বর আহতাবস্থায় আরিফকে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ, সিআইডি ও পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান সাংবাদিকদের বলেন, এটি নিছক ডাকাতি নাকি পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটানো হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত বলা যাবে।