নরসিংদীতে নদীতে ডুবে দুই বোনের মৃত্যু
নরসিংদীতে মেঘনার শাখা নদীতে ডুবে দুই শিশুর সলিল সমাধি হয়েছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো আলোকবালী ইউনিয়নের কাজিরকান্দি গ্রামের আলাল সিকদারের মেয়ে তাবাসসুম আক্তার (৭) ও একই গ্রামের তোফাজ্জল শিকদারের মেয়ে শিউলি আক্তার (৮)। তারা দুই শিশু চাচাতো বোন।
আলোকবালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, বিকেলে দুই বোন বাড়ির অদূরে মেঘনার নদীর শাখা নদীতে গোসল করতে যায়। এ সময় তারা গোসল নেমে পানিতে খেলা করছিল। এরই মধ্যে তাবাসসুম আক্তার নদীতে তলিয়ে যায়। পরে তাকে খুঁজতে থাকে শিউলি। পরে শিউলিও নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আলোকবালী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু জানান, পানিতে ডুবে দুই শিশু নিহতের ঘটনাটি নরসিংদী মডেল থানাকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, ‘আমারা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা নেওয়া হবে।’