নরসিংদীতে বিক্রয়কর্মীকে ‘ছুরিকাঘাতে হত্যা’
নরসিংদী সদর উপজেলায় কৃষি বিপণন কোম্পানির এক বিক্রয়কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে আজ সোমবার সকালে ওই বিক্রয়কর্মীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম নাইমুর রহমান। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার শফিকুল ইসলামের ছেলে। সেঞ্চুরি এগ্রো লিমিটেডের বিক্রয়কর্মী হিসেবে নরসিংদীতে কর্মরত ছিলেন নাইমুর।
পুলিশ জানিয়েছে, সোমবার সকালে চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। তাঁর শরীরে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহম্মেদ, সদর মডেল থানার (ওসি-তদন্ত) আতাউর রহমান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে, শাহজাহান নামের স্থানীয় এক ব্যক্তি অভিযোগ করে বলেন, ‘পৌরসভার সড়ক উন্নয়নের কাজ শেষে ভোর ৫টা ১০ মিনিটে আমি বাড়ি আসছিলাম। তখন তিন যুবক আমার গতিরোধ করে। ওই সময় আমার কাছে থাকা একটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এতে বাধা দিতে চাইলে তারা আমাকে ছুরিকাঘাত করার ভয় দেখায়। পরে আমি সব দিয়ে দেই।’
সদর মডেল থানার (ওসি-তদন্ত) আতাউর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করার জন্য আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।