নর্থ সাউথের ছাত্রী নিহত : কাভার্ডভ্যান চালক রিমান্ডে
নর্থ সাউথের শিক্ষার্থী সানজিদা আক্তার তামান্নার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার কাভার্ডভ্যান চালক শামীমের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই আদেশ দেন। এ দিন আসামিকে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের সাধারণ নিবন্ধন (জিআরও) শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নথি থেকে জানা গেছে, গত শুক্রবার রাতে রাজধানীর ধানমণ্ডি আবাহনী মাঠের সামনে থেকে মোটরসাইকেলে লালবাগ হয়ে কামরাঙ্গীরচরের বাসায় যাচ্ছিলেন তামান্না। মোটরসাইকেলটি লালবাগ বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়েন তামান্না। এ সময় কাভার্ডভ্যানটি তাকে চাপা দিয়ে চলে যায়।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তামান্নাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে, সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই সায়েম বাদী হয়ে লালবাগ থানায় একটি মামলা করেন।