না’গঞ্জে নৌকাকে জয়ী করতে নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে নৌকাকে জয়ী করতে দলের অভ্যন্তরীণ ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী এজন্য দল মনোনীত মেয়র পদপ্রার্থী আইভি রহমানকে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন।
আজ সোমবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যৌথসভায় মোবাইল ফোনে ভিডিও কলে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
এ সময় শেখ হাসিনা বলেন, ‘নেতাকর্মীদের একসঙ্গে কাজ করতে হবে। এখানে কোনো ভেদাভেদ চাই না। নৌকাকে জেতাতে হবে। একটাই কথা, নৌকাকে জেতাতে হবে। হয়তো কারও পছন্দ আছে, কারও পছন্দ নাই, এ রকম থাকতে পারে কিন্তু একজনই তো নমিনেশন পাবেন। কাজেই আমরা একজনকে দিয়েছি, সবাইকে নৌকার পক্ষে কাজ করতে হবে। নৌকাকে জেতাতে হবে।’
পরে আওয়ামী লীগ সভাপতি উপস্থিত নেতাকর্মীদের দেখতে চান। তিনি নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেন।
এ সময় শেখ হাসিনার পাশে তাঁর ছোট বোন শেখ রেহানাও উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা জানিয়ে সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানান।
তার আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা টিমের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে যৌথসভা শুরু হয়।
যৌথসভায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা তাদের মতামত তুলে ধরেন। সবার বক্তব্য ও মতামত শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা টিমের পক্ষ থেকে সবাইকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
পরিচালনা করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত সদস্য সচিব ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষাবিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগনেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভি মঞ্চে উপস্থিত ছিলেন।