নাগরিক ঐক্যের সঙ্গে যে কথা হলো বিএনপির
নাগরিক ঐক্যের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে ‘রাজনৈতিক সংলাপ’ শুরু করেছে বিএনপি। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়েছে। সেখানে দ্রুতই আন্দোলন কর্মসূচি শুরুর আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘আজকে মান্নার নেতৃত্বে নাগরিক ঐক্যের সঙ্গে আমরা কথা বলেছি। আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বাকি দলগুলোর সঙ্গেও দ্রুত সময়ের মধ্যে আলোচনা শেষ করব। আমরা আশা করি, সকলের সঙ্গে কার্যকর আলোচনা শেষ করে জনগণের সামনে সত্যিকার অর্থেই আন্দোলনের কর্মসূচি নিয়ে হাজির হতে পারব।’
মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য কাজ করছি। দেশের মানুষের যে অধিকারগুলো হারিয়ে গেছে—ভোটের অধিকার, ন্যায়বিচার, কল্যাণ, এই অধিকারগুলো পাওয়ার জন্য আন্দোলন করছি। আজকে যে ফ্যাসিস্ট সরকার অধিকারগুলোকে হরণ করছে, তাদেরকে সরিয়ে সত্যিকার অর্থে জনগণের সংসদ প্রতিষ্ঠায় বৃহত্তর আন্দোলনে গড়ে তুলতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগেও আলোচনা হয়েছে। এখন আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘দেশের মানুষ আশা করে, বিরোধীদলগুলো একটা ঐকমত্যে পৌছে সরকারের বিরুদ্ধে সফল আন্দোলন গড়ে তুলবে। আন্দোলনের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন হবে এবং জনগণের সরকার গঠন হবে।’
ফখরুল বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে কথা বলে যৌথভাবে আন্দোলনের সূচনা হবে খুব শিগগিরই। নিরপেক্ষ সরকার, নতুন নির্বাচন কমিশন গঠন, জাতীয় সরকার নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।’
এসময় মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আন্দোলন নিয়ে আমরা দীর্ঘদিন চেষ্টা করছি এবং আমরা একটা পর্যায়ে চলে এসেছি। বিশেষ করে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক কথা হয়েছে। এটা সে অর্থে দ্বিতীয় বৈঠক।’
মান্না বলেন, ‘আন্দোলন গড়ে তুলবার জন্য সব বিষয়ে বিস্তারিত আলোচনা না করলেও মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এই মৌলিক বিষয়ের মধ্যে এক যুগের বেশি সময়ের অধিক সময়ের আমাদের অভিজ্ঞতা বলছে, এই সরকারের অধীনের সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। এটা দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলও একই কথা বলেছে।’
মান্না আরও বলেন, ‘আমরা বিজয় পর্যন্ত লড়াই করব। আজকে বৈঠকে প্রথম সেই কথা পুনর্ব্যক্ত করেছি। এটাই আমাদের ভিত্তি ছিল। আমাদের দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সমস্যা, রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হয়েছে।’
বৈঠকে অংশ নেন নাগরিক ঐক্যের এসএম আকরাম, শহিদুল্লাহ কায়সার, বিএনপির আবদুস সালাম, জহির উদ্দিন স্বপন প্রমুখ।