নাটোরে অগ্নিকাণ্ডে ১০ বাড়ি ভস্মীভূত
নাটোরের গুরুদাসপুরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে ১০ বাড়ি। এ সময় পুড়ে মারা গেছেন গুলজান বেওয়া নামে ১০৫ বছরের এক বৃদ্ধা। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিন ইউনিট। পরে তা নিয়ন্ত্রণে আসে।
গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, গতকাল শুক্রবার বিকেলে গুরুদাসপুর উপজেলার আগপুরুলিয়া গ্রামের বক্কার আলীর জমিয়ে রাখা খড় থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা আশপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা আখতার হামিদ খান।
খবর পেয়ে উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার আবু রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন।