নাটোরে আ.লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪
নাটোরের গুরুদাসপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ অন্তত চার জন আহত হয়েছেন। উপজেলার ধারাবারিষা ইউনিয়নে গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষ ঘটে।
পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধারাবারিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) পরাজিত চেয়ারম্যান প্রার্থী হাজেদা বেগমের ছেলে হাবিবের সঙ্গে বর্তমান চেয়ারম্যানের সমর্থক রিপন সরকারের পক্ষের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে আওয়ামী লীগ সমর্থিত উভয়পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রিপন সরকার গুলিবিদ্ধ হন। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে আরও তিন জন আহত হন। এরই মধ্যে আহত ব্যক্তিদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন।