নাটোরে করোনা-উপসর্গে আরও পাঁচ মৃত্যু, টিকা নিতে মানুষের ভিড়
নাটোরে এক মাসের বেশি সময় ধরে বিধিনিষেধ চললেও নিয়ন্ত্রণে আসছে না করোনার সংক্রমণ। নাটোর আধুনিক সদর হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চার জনের করোনা শনাক্ত করা হয়েছিল। অপর একজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আজ রোববার সকালে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪০৮ জনের নমুনা পরীক্ষা করে ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ।
অন্যদিকে, নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায় জানান, হাসপাতালের করোনা ইউনিটের ৭০টি শয্যার বিপরীতে ৯৭ জন রোগী ভর্তি রয়েছে।
এদিকে, সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় নাটোর সদর হাসপাতালের টিকাকেন্দ্রে করোনার টিকা নিতে হুমড়ি খেয়ে পড়ছেন শত শত মানুষ। টিকা নেওয়ার জন্য গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে অবস্থান করছেন তাঁরা।