নাটোরে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু
নাটোরে শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে খোলাবাজারে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি। আজ সোমবার বিকেল ৩টার দিকে টিসিবির এ পণ্য বিক্রি কর্যক্রম শুরু হয়।
শহরতলীর দিঘাপতিয়া উত্তরা গণভবনের বাইরের আমবাগানে ভ্রাম্যমাণ ট্রাকে করে শুরু হয় টিসিবির এ পণ্য বিক্রির কার্যক্রম। টিসিবির পণ্যের মধ্যে রয়েছে মসুর ডাল, চিনি ও সয়াবিন তেল।
মুহূর্তেই ট্রাক ঘিরে নিম্ন আয়ের মানুষের ভিড় জমে যায়। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গাদাগাদি করে পণ্য কিনতে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ। জনপ্রতি ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, এক কেজি মসুর ডাল এবং ১০০ টাকা লিটার দরে দুই লিটার সয়াবিন তেল বিক্রি করছেন টিসিবির ডিলার।
করোনা সংকটে নিম্ন আয়ের মানুষের চাহিদা পূরণে সরকারের নির্দেশনায় এ কার্যক্রম চালানো হচ্ছে বলে জানা গেছে।