নাটোরে স্কুলশিক্ষার্থীদের পিকনিক বাস ভস্মীভূত
নাটোরের বড়াইগ্রামে আগুনে ভস্মীভূত হয়েছে একটি পিকনিক বাস। গাজীপুরের কালিয়াকৈর এলাকার একটি স্কুলের শিক্ষার্থীরা নাটোরের গ্রিন ভ্যালি পার্কে পিকনিক শেষে নিজ এলাকায় ফিরছিল।
আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় বনপাড়া-হাটিকুমরুল-বঙ্গবন্ধু সেতু সড়কে হঠাৎ চলন্ত বাসে আগুন ধরে যায়। যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো বাসে আগুন ধরে যায়।
খবর পেয়ে নাটোরের গুরুদাসপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসে রাখা সাউন্ডবক্সের জেনারেটর থেকে আগুনের সূত্রপাত বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা শহিদুল ইসলাম। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।