নাটোরে হাসপাতালের দরপত্র ছিনিয়ে নিলেন যুবলীগ সভাপতি
নাটোর সদর হাসপাতালের চার কোটি টাকার দরপত্র প্রকাশ্য দিবালোকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা যুবলীগের সভাপতি এহিয়া চৌধুরীর বিরুদ্ধে।
আজ মঙ্গলবার দুপুরে এই দরপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাটি ঘটে।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন অভিযোগ করেন, নাটোর সদর হাসপাতালের খাবার, ওষুধ সরবরাহসহ বিভিন্ন কাজের চার কোটি টাকার দরপত্র আহ্বান করে কর্তৃপক্ষ। আজ দুপুরে তিনি শিডিউল কিনে বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে চড়াও হয়ে তার কাছ থেকে শিডিউল কেড়ে নিয়ে চলে যান জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবিরুর রহমান খান এহিয়া চৌধুরী। পরে এ নিয়ে উত্তেজনা তৈরি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে এহিয়া চৌধুরী জানান, আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলা হলেও তারা শোনেনি। তাদের উদ্দেশ্য দলে বিশৃঙ্খলা সৃষ্টি করা।