নারকেল পাড়তে উঠে গাছের মাথায় মৃত্যু
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় নারকেল পাড়তে উঠে নিজার লস্কর (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ শাসন গ্রামে ৬০ ফুট উচু নারিকেল গাছের ওপরে তিনি মারা যান। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা গাছের মাথা থেকে ওই ব্যক্তির লাশ নামান।
মৃত নিজার লস্কর উপজেলার দক্ষিণ শাসন গ্রামের আউয়াল লস্করের ছেলে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহজাহান সিরাজ এলাকাবাসীর বরাত দিয়ে জানান, আজ জোহরের নামাজ পড়ে নিজার লস্কর তাঁর বাড়ির পাশের প্রায় ৬০ ফুট উঁচু একটি নারকেল গাছে উঠে নারকেল পাড়েন। সেখান থেকে তাঁর ছোট ভাই নারকেল নিয়ে বাড়িতে আসনে। কিন্তু বড় ভাই নিজার লস্কর বাড়িতে না আসায় সবাই খুঁজতে শুরু করেন। একপর্যায়ে ওই নারকেল গাছের মাথায় তাঁর নিথর দেহ দেখতে পান।
পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে লাশ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, নারকেল পাড়ার পর গাছে থাকা অবস্থায় তিনি স্ট্রোক করেন। এতে তিনি গাছেই মৃত্যুবরণ করেন।