নারায়ণগঞ্জের বাইরে যায়নি গণপরিবহণ, যাত্রীদের ভোগান্তি
সরকারঘোষিত জেলাভিত্তিক গণপরিবহন চালুর প্রথম দিনে নারায়ণগঞ্জ থেকে তেমন গণপরিবহন চলতে দেখা যায়নি। অফিসগামী যাত্রীরা নারায়ণগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা বা কভার্ডভ্যানে করে সাইনবোর্ড পর্যন্ত আসে। সেখান থেকে কোনো পরিবহণ না পাওয়ায় তীব্র ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
সাইনবোর্ড থেকে বিআরটিসি বাসসহ কিছু সংখ্যক পরিবহণ থাকলেও যাত্রীর চাপ বেশি থাকায় স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা না করে গাদাগাদি করে গাড়িতে উঠতে দেখা যায়। যানবাহণ কম থাকায় চাকরিজীবী মানুষদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আবার কোনো পরিবহণ না পাওয়ায় অনেকেই পায়ে হেঁটে সাইনবোর্ড থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।
যাত্রীরা অভিযোগ করে বলেন, লকডাউনের সময় ব্যাটারিচালিত অটোরিকশা বা সিএনজিচালিত অটোরিকশা করে ঢাকায় অফিসে যাওয়া হত। আজ থেকে গণপরিবহণ চালু রয়েছে। সেটা জেনে নারায়ণগঞ্জ থেকে লেগুনা, সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশায় করে সাইনবোর্ড আসি। কিন্তু এখান থেকে তেমন কোনো গণপরিবহণ না থাকায় ভোগান্তির অভিযোগ করে।
নারায়ণগঞ্জ জেলার ট্রাফিকের অতিরিক্ত পুলিশ সুপার সালেহ উদ্দিন জানান, নারায়ণগঞ্জ থেকে জেলার বাইরে কোনো পরিবহন যেন না যেতে পারে সেজন্য পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সাইনবোর্ড থেকে বাসের যাত্রীদের নামিয়ে দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আর ঢাকা থেকে আসা বাস মাতুয়াইল থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে ঢাকা- ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ঢাকা চট্টগ্রাম মহাসড়ক তীব্র যানজটের সৃষ্টি হয়।