নারায়ণগঞ্জের আলোচিত ছাত্রদলের সভাপতি ৪ দিনের রিমান্ডে
নারায়ণগঞ্জে পুলিশের পোশাক খুলে নেওয়ার হুমকি দিয়ে আলোচিত জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির বিরুদ্ধে হেফাজতের নাশকতার দুটি মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, সিদ্ধিরগঞ্জ থানায় হেফাজতের সহিংসতার দুই মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২১ আগস্ট শনিবার রাজধানীর মগবাজার এলাকা থেকে মশিউর রহমান রনিকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
গত ২৮ মার্চ হেফাজত ইসলামের ডাকা হরতালে অগ্নিসংযোগ, যানবাহন ভাঙচুরের অভিযোগে তিনটি মামলায় রনিকে গ্রেপ্তার দেখানো হয়। ওই তিন মামলায় সাত দিন করে ২১ দিনের রিমান্ডের আবেদন করলে দুই মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অপর মামলায় রনির আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।
পুলিশ জানায়, মশিউর রহমান রনির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গত ১৭ আগস্ট বিএনপির এক অনুষ্ঠানে ছাত্রদলের নেতা মশিউর রহমান রনি মন্তব্য করেন, ‘তারেক রহমান যদি নির্দেশ দেন এবং ছাত্রদল যদি চায় পুলিশের পোশাক খুলে নেওয়া ওয়ান-টু-এর ব্যাপার মাত্র।’