নারায়ণগঞ্জের লিলি কেমিক্যালে অগ্নিকাণ্ড, দগ্ধ ৮
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার লিলি কেমিক্যাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কেমিক্যাল কারখানার আট শ্রমিক দগ্ধ হয়েছেন। দক্ষিণ গোলাকান্দাইল এলাকা থেকে তাঁদের উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিনগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তের পরে কারণ এবং ক্ষতির পরিমাণ জানা যাবে।
দগ্ধরা হলেন—বায়েজিদ, রোকন, খাদেমুল, সজিব, রিপন, মেহেদী, রাসেল ও আকালু৷