নারায়ণগঞ্জে আলোচিত জোড়া খুনের আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জে আলোচিত জোড়া খুন মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত সোমবার রাতে আমান ভূইয়াকে বন্দর থানার ঘারমোড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর পাঁচ দিন আগে আরেক আসামি বাপ্পীকে গ্রেপ্তার করে পুলিশ।
কাশিপুরের জোড়া খুন মামলার ওই দুই আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাঁদের জবানবন্দিতে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত আরও কয়েকজনের নাম উঠে এসেছে বলে দাবি পুলিশের। তাঁদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পিবিআইয়ের কার্যালয়ে পুলিশ সুপার মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে ২০১৭ সালে ১২ অক্টোবর ফতুল্লার কাশিপুরে তুহিন হাওয়াদার মিল্টন ও পারভেজকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। পরে রিকশার গ্যারেজে মরদেহ পুড়িয়ে দেন হত্যাকারীরা।
তুহিন ও পারভেজ খুনের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা করে। এর মধ্যে ১৬ আসামি গ্রেপ্তার হয়। তখন থেকে পলাতক ছিল ৬ আসামি। ২০১৮ সালের ২৪ জুলাই মামলার তদন্তের ভার পিবিআইকে দেওয়া হয়। দীর্ঘ তদন্ত শেষে এ পর্যন্ত পাঁচ পলাতক আসামি গ্রেপ্তার হলো।